অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার দক্ষিণশোলে খুন এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের মাথায় ও মুখে কোপানো হয়। মাথায় মুখে গভীর ক্ষত। প্রাণ বাঁচতে যুবক পালানোর চেষ্টা করে ধস্তাধস্তিও করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা এই ঘটনার পিছনে একাধিক ব্যক্তি যুক্ত। তবে মৃত ব্যক্তির এখনও কোনও পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
সম্প্রতি জমিকারবারিদের দৌরাত্ম্য বেড়েছে। সরকারি জমি দখল করে বেচা এবং লোকের জমিতে হুমকি দেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। এই ঘটনাও জমিকে কেন্দ্র করে কি না তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। গতকাল পাশেই মোরগ লড়াইয়ের অনুষ্ঠান হয়, সেখানে কোনও ঘটনা ঘটেছিল কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।