স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ সেপ্টেম্বর: রায়গঞ্জ থানার পুলিশ হেফাজতে মৃত বিজেপি কর্মী অনুপ রায়ের মায়ের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল ইটাহার থানার পুলিশ। পাশাপাশি পরিবারের দাবি মেনে আদালতের নির্দেশে শনিবার মৃতদেহের পুনরায় ময়নাতদন্ত হল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও দ্বিতীয় দফায় বিজেপি কর্মী অনুপ রায়ের মৃতদেহ ময়নাতদন্তের পরেও সন্তুষ্ট নন জেলা বিজেপি নেতৃত্ব। পুলিশের বিরুদ্ধেই খুনের মামলা রুজু হওয়ায় উত্তর দিনাজপুর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছেন, রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় একটি ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই অপরাধের মাস্টার মাইন্ড হিসেবে ইটাহারের বাসিন্দা অনুপ রায়ের নাম উঠে আসে। সেই ঘটনায় ২ সেপ্টেম্বর রায়গঞ্জ থানার পুলিশ অনুপ রায়কে ইটাহারের নন্দনগ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে অসুস্থ বোধ করায় তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে সন্ধ্যায় সে মারা যায়। কিন্তু মৃত অনুপ রায়ের মা তাঁর ছেলের মৃত্যুর জন্য রায়গঞ্জ থানার পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে ৩৬৩, ৩০২, ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানালেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং। তিনি এও বলেন, ইটাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


