আশিস মণ্ডল, রামপুরহাট, ৭ সেপ্টেম্বর: স্বাস্থ্যকর্মী এবং এক রোগীর করোনা পজিটিভ হওয়ায় বিকেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্র। ফলে সমস্যায় পড়েন রোগী থেকে রোগীর আত্মীয়রা। চিকিৎসার জন্য তাদের ছুটতে হয়েছে পাইকড় ব্লক হাসপাতাল কিংবা রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বীরভূমের মুরারই গ্রামীণ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী এবং রোগীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পরেই রাত দুটো থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত হাসপাতাল বন্ধ রেখে স্যানিটাইজের কাজ শুরু করা হয়। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকার ফলে বহু রোগীকে এদিন সকাল থেকে হয়রানি হতে হয়। মুরারই গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ আসিফ আহমেদ বলেন, “রাত ২টো থেকে এদিন বিকেল ৪টে পর্যন্ত হাসপাতাল বন্ধ রাখা হয়েছিল। ওই সময়ের মধ্যে হাসপাতালের সিলিং সহ সর্বত্র যে ঝুল জমে রয়েছে তা পরিষ্কার করা হল। এরপর স্যানিটাইজ করা হল। অবশ্য হাসপাতালের বহির্বিভাগ চালু রাখা হয়েছিল। প্রসূতি মায়েদের জন্য পাইকড় ব্লক হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছিল। প্রয়োজন হলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হত। তার জন্য দুটো অ্যাম্বুলেন্স সব সময়ের জন্য রাখা হয়েছিল। তবে লকডাউনের কারণে এমনিতেই এদিন রোগীর চাপ কম ছিল। ফলে খুব সমস্যা হয়নি”।

