আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ অক্টোবর: বিজয়া দশমীতে মুর্শিদাবাদের বেলডাঙায় ঘটল দুর্ঘটনা। মুর্শিদাবাদের বেলডাঙায় বিসর্জনের সময় নৌকাডুবিতে মৃত্যু হল ৫ জনের। তবে ওই ৫ জনের মৃত্যুতে ক্ষতিপূরণ ঘোষণা করল স্থানীয় পুরসভার চেয়ারপার্সন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে বলেই জানিয়েছেন, বেলডাঙা পুরসভার চেয়ারপার্সন ভরত ঝাওর।
সোমবার বিকেলে বেলডাঙায় নৌকাডুবিতে অরিন্দম বন্দ্যোপাধ্যায়, পিঙ্কন পাল, সুখেন্দু দে, নিপন হাজরা বন্দ্যোপাধ্যায় এবং সোমনাথ হাজরা বন্দ্যোপাধ্যায় নামে ৫ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ জেলাজুড়ে নৌকায় করে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।
এদিন বহরমপুরে দেহগুলির ময়নাতদন্ত করা হয়। সেখানে হাজির ছিলেন বেলডাঙার চেয়ারপার্সন ভরত ঝাওর। সেখানেই ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সোমবার বিকেলে বেলডাঙার ডুমনি বিলে প্রতিমা বিসর্জনের সময় ২টি নৌকা ডুবে যায়। তাতেই ওই ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার মৃতদেহ শেষকৃর্ত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।