Cricket, Medinipur, মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দানে শুরু হলো পৌর কাপ-২০২৫ ক্রিকেট প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: আজ মঙ্গলবার মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দানে শুরু হলো পৌর কাপ-২০২৫ ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গি, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, প্রায় সব কাউন্সিলর এবং বিখ্যাত ক্রিকেটার সুনীল শিকারিয়া।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সৌরভ বসু সহ অন্যান্যরা জানান, এটা মেদিনীপুর শহরের ঐতিহ্য। গত কয়েক বছর ধরে শহরের ২৫টি ওয়ার্ডের উঠতি ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌরসভার কাজ শুধুমাত্র রাস্তাঘাট তৈরী বা অন্যান্য নাগরিক পরিসেবা দেওয়া নয়, সাংস্কৃতিক ও ক্রীড়া জগতেও আমাদের শহরের মানুষ অগ্ৰনী ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান রাখা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক আউট খেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *