সায়ন ঘোষ, বনগাঁ, ২৮ মার্চ: ২২টি ওয়ার্ডে ৩২ হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পৌরসভার পৌরপ্রধান। শনিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ পৌরসভা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি নিলেন বনগাঁ পৌরসভা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রেশন দোকানে বিনামূল্যে চাল, ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু যতদিন পর্যন্ত রেশন দোকানে বিনা পয়সায় চালডাল না পাচ্ছেন সাধারণ মানুষ, ততদিন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শঙ্কর আঢ্য ২২ টি ওয়ার্ডের সমস্ত পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও পাঁচশো গ্রাম ডাল দেওয়ার সিদ্ধান্ত নিল বনগাঁ পৌরসভা।
প্রত্যেকটি ওয়ার্ডের আড়াইশো থেকে তিনশো পরিবারকে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু। যতদিন পর্যন্ত না রেশন ব্যবস্থা চালু হচ্ছে তার আগেই পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে একদিনে সব মানুষকে দেওয়া হচ্ছে না। দৈনিক ৫ হাজার পরিবারকে দেওয়া হবে জানিয়েছেন বনগাঁর চেয়ারম্যান শঙ্কর আঢ্য।