আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ আগস্ট: জীবানুমুক্ত স্প্রে করে একদিনের জন্য বন্ধ রাখা হল কান্দি পৌরসভা। বৃহস্পতিবার বিকেলে কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার তিনি কোভিড আক্রান্ত হন। আর তার জেরেই শুক্রবার সকাল থেকে সমগ্র পৌরসভা অফিস জীবানুমুক্ত করণ স্প্রে করা হয় এবং শুক্রবার একদিনের জন্য বন্ধ রাখা হয় পৌরসভা। যদিও পৌরসভা বন্ধ রাখা হলেও জরুরি সমগ্র কাজ চালু আছে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

