সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৯ জুলাই: রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাধন পান্ডে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনা করে সোমবার সকালে বনগাঁর সাতভাই কালীতলা কালী মন্দিরে পুজো দিলেন বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ ও অন্যান্য প্রাক্তন কাউন্সিলরা। পূজার প্রসাদ ও মায়ের পায়ের ফুল পাঠানো হলো সাধন পান্ডের জন্য।
এই বিষয়ে বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, রাজ্যের মন্ত্রী তথা দীর্ঘদিনের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সাধন পান্ডের সুস্থতা কামনা করে সাতভাই কালিতলা জাগ্রত কালী মন্দিরে পুজো দেওয়া হল। আমার বাবা ভূপেন শেঠের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন উনি। বাবার মত শ্রদ্ধা করে তাঁর আরোগ্য কামনায় মায়ের কাছে পুজো দিতে এসেছি। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি।’ প্রসঙ্গত, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়ায় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে সাধন পাণ্ডেকে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তিনি শুক্রবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।