স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ জুন: কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে প্লাবিত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার একাধিক গ্রাম। জলবন্দী হয়ে পড়েছে এলাকার কয়েকশো পরিবার। মূলত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার সড়কে পথে থাকা কার্লভাটের মুখ বন্ধ করে রাখায় গ্রামগুলি প্লাবিত হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
উল্লেখ্য, চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মিরচাগছ, দায়রাপাড়া, লালমনগছ, গোয়ালগছ সহ বিস্তীর্ণ এলাকা অতিবৃষ্টির জেরে জলমগ্ন। রাস্তার জমা জল ঢুকে পড়েছে বাড়িগুলিতেও। ফলে দৈনন্দিনের কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এমনকী জলের তলায় চলে গিয়েছে বিদ্যুতের খুঁটিগুলি। যা থেকে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। জল জমে মূল রাস্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামের। ফলে সমস্যায় পড়েছে এলাকাবাসীরা।

সীমান্তে থাকা কার্লভাট দিয়ে গবাদি পশু পাচারের কারনেই কার্লভাটের মুখগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বিএসএফের তরফে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ফলে বৃষ্টির জল বেরোতে না পেরে জলের তলায় চলে গিয়েছে বহু গ্রাম। কার্লভাটের মুখগুলি খুলে দিলেই কিছু সময়ের মধ্যে জলস্তর নেমে যাবে বলে দাবী গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম, সাউল ইসলামদের।
দুর্গতদের সাহায্যার্থে প্রশাসনের তরফে কোনও ত্রাণের ব্যবস্থা না করায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এরকম থাকলে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মকসুদুর রহমান জানিয়েছেন, সমস্যার সমাধানে জমা জল বের করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

