শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কলকাতা পুলিশের তরফে জারি একাধিক নির্দেশিকা

রাজেন রায়, কলকাতা, ১৮ ডিসেম্বর: শুরু হতে চলেছে কলকাতা পুরসভা দখলের লড়াই। প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। প্রস্তুত কলকাতা পুলিশ। ভোটের ২৪ ঘণ্টা আগে কলকাতা পুলিশের তরফে জারি করা হল একাধিক নির্দেশিকা।

বিভিন্ন বিয়ে বাড়ি, হোটেল বা অর্ধ নির্মিত বাড়িগুলিতেও চলবে তল্লাশি। শহরের প্রবেশ ও প্রস্থানের পথগুলিতে থাকবে কড়া নজরদারির ব্যবস্থা। পরীক্ষা করা হবে গাড়িগুলিকে। প্রতিটি মানুষের পরিচয়পত্র মিলিয়ে দেখা হবে।

ভোট গ্রহণের দিন সংলগ্ন এলাকার সুরক্ষার জন্য মোতায়েন থাকবে এইচআরএএস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম এবং মোবাইল টিম।ভোটারদের কোনওভাবেই প্রভাবিত করা যাবে না।

বুথ ক্যাপচ্যারিং এবং রিগিং ঠেকাতে তৎপর থাকবে বুধের নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনী। ভোটাররা যাতে নিরাপদে তাদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌছতে পারেন, সে দিকে নজর রাখতে হবে।

সমস্ত রাজনীতিক দলের নেতা বা ব্যক্তি যাদের সশস্ত্র নিরাপত্তা রক্ষী রয়েছে, তারা ভোট দিতে গেলে পোলিং স্টেশনের বাইরে তাদের নিরাপত্তারক্ষীকে দাঁড় করিয়ে রাখবে। নিরাপত্তারক্ষী নিয়ে যন্ত্রতত্র ঘুরতে পারবেন না কেউ। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট করাতে তৎপর কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *