শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, জলপাইগুড়ির কোতোয়ালি থানা ঘেরাও বিজেপির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ নভেম্বর: জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে ও মোহিত নগরের এক সিমেন্ট কারখানাকে কেন্দ্র করে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর দাদাগিরি চলছে বলে অভিযোগ বিজেপির। এর জেরে একের পর এক শিল্প বন্ধ হচ্ছে ও নতুন শিল্পপতিরা আসতে চাইছেন না বলে অভিযোগ তুলেছে তারা।

অন্যদিকে শহর ও শহরতলীর এলাকার ট্র‍্যাফিক ব্যবস্থাও তলানিতে। বেআইনিভাবে গাড়ি ধরে টাকা তোলা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির। বুধবার একাধিক অভিযোগ তুলে জলপাইগুড়ির কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হয় বিজেপি। এদিন শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয় থেকে মিছিল করে দলীয় নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ সহ অনেকে।
থানায় বিক্ষোভ দেখিয়ে একাধিক দাবিপত্র তুলে দেওয়া হয়।

বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, “শহরে বেআইনিভাবে দাপিয়ে বেড়াচ্ছে বালি ও পাথরের ডাম্বার। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ট্র‍্যাফিক পুলিশ কয়লা, গরু থেকে টাকা তুলছে। বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। অন্যদিকে রানীনগর শিল্পতালুক ও মোহিত নগরের সিমেন্ট কারখানা কার দখলে চলবে এই নিয়ে চলছে শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এই সব বন্ধ করার দাবি জানাচ্ছি।”

এদিকে সাংসদ জয়ন্ত রায় বলেন, “শাসক দলের দাদাগিরির জন্য শিল্প আসতে চাইছে না। গতবছর কত টাকা, কত কথা শোনানো হয়েছিল। রাজ্যে শিল্প আসছে, আদৌও কি আসছে? আর রানীনগরে ভালো শিল্প নেই। শাসক দলের নিজেদের মধ্যে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *