নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১১ অক্টোবর:
সিবিআই তদন্ত ছাড়া মণীশ শুক্লার প্রকৃত খুনি কারা তা জানা সম্ভব নয়। রবিবার রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায়। তিনি বলেন, সিআইডি তদন্তে নামে রাজ্য সরকার প্রহসন চালাচ্ছে। প্রকৃত দোষীদের আড়াল করছে রাজ্য প্রশাসন। এখনও পর্যন্ত সিআইডি যাদের গ্রেপ্তার করেছে তা আইওয়াশ ছাড়া কিছুই নয়। ব্যারাকপুরের মাটিতে জনরোষ থেকে রক্ষা পেতে নামমাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিভাবে যুক্ত তাও এখনও পর্যন্ত সিআইডির তদন্তে পরিষ্কার নয়। তাই এই হত্যার কিনারা সিবিআই ছাড়া সম্ভব নয় বলেও দাবি করেন মুকুল রায়। মণীশ শুক্লার বাবা-মা’ও এই হত্যার বিচারের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের আর্জি জানিয়েছে। রাজ্য সরকার যেহেতু সিবিআই তদন্তের আরজি মানবে না তাই রাজ্য বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যে বিজেপি মনীশ শুক্লার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য বিজেপি। সিবিআই তদন্তের দাবি নিয়ে সব সাংবিধানিক কাঠামোর দ্বারস্থ হবে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির বিশ্বাস, আমাদের দলীয় যুদ্ধ হত্যার বিচার পাব বলে এদিন রাজভবনের বাইরে জানান বিজেপি নেতা মুকুল রায়। উল্লেখ্য, মণীশ শুক্লার খুনের বিচারের দাবিতে সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুকুল রায় সহ রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত, জয়প্রকাশ মজুমদার।