নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৯ ফেব্রুয়ারি:
এবারের পুরভোটে মানুষের সঙ্গে সরাসরি তৃণমূলের লড়াই হবে। রবিবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের সঙ্গে সরাসরি মানুষের লড়াই হয়েছিল। সেই ছবি এবারের পুরভোটে দেখা যাবে বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য।
তিনি আরও বলেন, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারকে দিয়ে অবাধ ভোট সম্ভব নয়। আর কেন্দ্রীয় বাহিনী না থাকলে মানুষের ভোট লুঠ হবে। যদি রাজ্য নির্বাচন কমিশনারের সদিচ্ছা থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর জন্য রাজ্যকে বলা শুরু করুক। নির্বাচন কমিশনারের কেন্দ্রীয় বাহিনী চাওয়ার এয়াক্তিয়ার রয়েছে। তবে শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার তা করবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়। তবে পুরভোটে বিজেপি যে এক ইঞ্চিও জমি ছাড়বে না তারও ইঙ্গিত দিলেন মুকুল রায়। গণতন্ত্র ফেরাতে বিজেপি শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে বলে জানান মুকুল রায়।