নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ ডিসেম্বর:
শীতকালীন ছুটি কাটাতেই মমতা কর্মসূচি ঘোষণা করেছেন। প্রসঙ্গত, শুক্রবার তৃণমূল ভবনে জেলার জন্য কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আগামী ২৩শে ডিসেম্বর ব্লকে ব্লকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করতে। সেই প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সদর দফতরে মুকুল রায় বলেন, অগাধ সময় রয়েছে। তাই একটু ছুটি কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মসূচি ঘোষণা করেছেন। তা নিয়ে বিজেপির কোনও মাথাব্যাথা নেই। বাংলা ক্রমেই শান্ত হয়ে উঠছে। ধীরে ধীরে বাংলা ছন্দেও ফিরছে। রাজ্যে অশান্তির মূলে রয়েছে রাজ্য সরকার বলে দাবি করেন মুকুল রায়। রাষ্ট্র কর্তৃক বাংলায় অশান্তি ছড়ানো হয়েছে। সব জায়গায় সরকার অশান্তি ছড়িয়েছে বলে অভিযোগ করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য।
পাশাপাশি ২৩শে ডিসেম্বর সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বিজেপির অভিনন্দন মিছিল হবে বলে জানান মুকুল রায়। দলের কার্যকারি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এই অভিনন্দন মিছিল হবে বলে জানান তিনি। আগামী ২৩ ডিসেম্বর তৃণমূল বুঝতে পারবে সংশোধনি নাগরিকত্ব বিলের সমর্থনে মানুষ কিভাবে সমর্থন করছেন। বিজেপির এই মিছিলে কলকাতায় জনজোয়ার হবে বলে দাবি করেন তিনি। তার সঙ্গে মমতার কলকাতার মিছিলকেও কটাক্ষ করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মিছিলে ছিল শুধু পুলিশ। আর বিজেপির অভিনন্দন মিছিলে থাকবে শুধুই মানুষ। পার্থক্যটা সেদিন তৃণমূল নিজেরাই বুঝতে পারবেন বলে জানান মুকুল রায়।