নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ডিসেম্বর:
পুরভোটের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন মুকুল রায়। তিনি বলেন, ১৭ টি পুরসভার নির্বাচনের সময়সসীমা ইতিম্যেই পার হয়ে গিয়েছে। তবুও পুরভোট হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। অবিলম্বে ১৭টি পুরসভার ভোটের দাবি নিয়ে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মুকুল রায়, সব্যসাচী দত্তরা। তবে
১৬টি পুরসভার নির্বাচনের কাজ শুরু হয়েছে বলে এদিন জানান মুকুল রায়। তাদের এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন অবহিত করেছে বলে জানান তিনি। তার সঙ্গে পুরভোটে যাতে রাজ্যের মানুষ ভোটদিতে পারেন তারও আর্জি এদিন কমিশনে জানান মুকুল রায়।
তিনি বলেন, এই রাজ্য সরকারের আমলে বিগত পুরভোটে কি হয়েছে তা আমরা জানি। এবার যাতে একই চিত্র না হয় তারও আবেদন রাজ্য নির্বাচন কমিশনারের কাছে জানিয়েছি। পাশাপাশি পুরভোটে যাতে কমিশন রাজ্যের কাছে কেন্দ্রীয় বাহিনী চায় সেই কথাও রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি। তবে কেন্দ্রীয় বাহিনী দেওয়া রাজ্যের সিদ্ধান্ত। তাই রাজ্য সরকার কখনই যে কেন্দ্রীয় বাহিনী দেবে না তা বলাই যায় বলে জানান বিজেপি নেতা মুকুল রায়।