নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ আগস্ট: এবার মুকুল রায়কে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। গোবলয় থেকেই তাঁকে রাজ্যসভার সাংসদ করা হচ্ছে। দলীয় সূত্রের খবর যোগী আদিত্যনাথের রাজ্য থেকেই রাজ্য সভায় মুকুল রায়কে নিয়ে যাবার পরিকল্পনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আগামী ১১ই সেপ্টেম্বর রাজ্য সভার ভোট ঘোষনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। যোগী রাজ্যেও রাজ্য সভার একটি আসনে ভোট হবে। কারন ১লা আগষ্ট মৃত্যু হয়েছে অমর সিংয়ের। তিনি উত্তরপ্রদেশের থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। তাঁর আসনটি বর্তমানে খালি রয়েছে। সেই আসনেই মুকুল রায়কে দিল্লির মসনদে নিয়ে যাবার পরিকল্পনা প্রায় পাকা করেছে দিল্লি। অমর সিংয়ের আসনটির মেয়াদ শেষ হতো ২০২২এ। তাই রাজ্য সভার উপনির্বাচনে দলের জাতীয় পরিষদের সদস্যকে দুই বছরের জন্য রাজ্যসভায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
সামনেই ২০২১। তার আগে মুকুল রায়কে পদ দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কারন মুকুল রায়ের মতো সাংগঠনিক নেতার মধ্যে কোনও ক্ষোভ থাক তা চাইছেনা দিল্লি।

