বিধায়ক খুনে দলের উল্টো লাইনে মুকুল, রাতেই ঢোক গিলে মুছলেন বিতর্কিত ট্যুইট

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ জুলাই: ঢোক দিলে একধাপ পিছু হটলেন মুকুল রায়। হেমতাবাদের বিধায়ক খুনে মুকুল রায় বিচারবিভাগিয় তদন্ত দাবি করে ট্যুইট করেছিলেন। কিন্তুু চব্বিশ ঘন্টা না যেতেই সেই ট্যুইট মুছুলেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য।

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যজনক মৃত্যুতে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা সিবিআই তদন্ত দাবি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ রাজ্যের বিজেপি সাংসদরাও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত দাবি করেছেন। একমাত্র মুকুল রায় উল্টোপথে হেঁটে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছিলেন। মুকুল রায়ের এমন দাবির পরে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা শুরু শুরু হয়। তবে কি দলীয় লাইনের উল্টোপথে হাঁটলেন মুকুল রায়। মুরলিধর সেন লেনে এমন জল্পনার মাঝেই পিছু হঠলেন মুকুল রায়। বিতর্কের মুখে পড়ে মঙ্গলবার সকালের ট্যুইট রাতেই মুছলেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য।

তবে কেন ট্যুইট মুছলেন তা নিয়ে মুকুল রায় সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে দূরত্ব বেড়েছে মুকুল রায়ের। বিজেপিতে যোগদানের পরে দলে তাঁর গুরুত্ব বাড়েনি। মন্ত্রী, সাংসদ কিছুই মুকুল রায়কে করেনি কেন্দ্রীয় নেতারা। তারজন্য মুকুল রায়ের ক্ষোভ বাড়ছিল। সেই ক্ষোভ প্রকাশেই কি মুকুল রায় ইচ্ছে করেই বিদ্রোহের বার্তা দিলেন? প্রশ্ন রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *