করোনার প্রকোপে এবার বন্ধ মহরমের মিছিল, বৈঠক শেষে জানিয়ে দিল হুগলী ইমামরাড়া বোর্ড

আমাদের ভারত, হুগলী, ১৭ আগস্ট: করোনা আবহে একে একে সব সামাজিক অনুষ্ঠান বাতিল হয়েছে। এবার আসন্ন মহরমেও পড়ল তার প্রভাব। সোমবার হুগলী জেলা প্রশাসন, বিধায়ক এবং পুরসভার সাথে বৈঠকে বসে হুগলী ইমামবাড়া কমিটি। বৈঠক শেষে সকলেই একমত হন যে আসন্ন মহরমের দিন এবার হবে না তাজিয়া নিয়ে কোনোও মিছিল। রাস্তায় দেখা যাবে না লাঠি খেলা, বা অস্ত্রের ঝংকার।

হুগলী জেলার সবচেয়ে বড় এবং ঐতিহ্য শালী মহরমের মিছিল এবং অনুষ্ঠান হয় হুগলী ইমামবাড়াতেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে অস্ত্র নিয়ে খেলা দেখাতে দেখাতে হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ আসেন ইমামবাড়ায়। সারাদিন সেখানে মেলা শেষে বিকালে কারবালা ময়দানের উদ্দেশ্যে মিছিল করেন মুসলিম ধর্মপ্রাণরা। এতদিন কোনও দুর্যোগ বা দুর্ঘটনাতেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। তাই রাজ্য সরকার এবছর মহরম নিয়ে প্রশাসনিক বৈঠক করার আহ্বান জানায় ইমামবাড়া কমিটিকে। সেই বৈঠকেই সবাই একবাক্যে স্বীকার করেন এবার সম্ভব নয় এরকম জমায়েত। তাই সকলকেই এবার মহরমের দিন নিজের বাড়িতেই সারতে হবে অনুষ্ঠান। সরকারি নিয়ম মেনে জমায়েত এড়িয়ে এবার বন্ধই থাকবে তাজিয়া মিছিল বা অস্ত্র প্রদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *