‘ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মোগলমারি ছুঁয়ে দন্তপুর’

আমাদের ভারত, ১৫ জুলাই: বৌদ্ধ ঐতিহ্যের ক্ষেত্রে সারনাথের গুরুত্ব অপরিসীম। গৌতম বুদ্ধ তাঁর প্রথম যে ধর্মদেশনা দান করেন তা এই বর্তমান উত্তরপ্রদেশের সারনাথে। সারনাথের পুরাকীর্তি সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মোগলমারির প্রত্নক্ষেত্রের কিছু গঠনগত সাদৃশ্য লক্ষ্য করা যায়।

এই দুই প্রত্নক্ষেত্রের মধ্যে একটি যোগসূত্র স্থাপন হলো একটি বিশেষ গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ১৩ ই জুলাই ২০২২ আষাড়ি পূর্ণিমায় যে ধম্মচক্র প্রবর্তন দিবস উদযাপিত হল সেখানে ‘ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মোগলমারি ছুঁয়ে দন্তপুর’ গ্রন্থটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো।

এই গ্রন্থে মোগলমারি সংক্রান্ত যেমন অনেক অজানা তথ্য তুলে ধরা হয়েছে তেমনি মোগলমারিকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ঐতিহাসিক স্থলগুলিকেও স্থান দেওয়া হয়েছে। গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল ভেন. ড. ধম্মপিয়া, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ টিবেটান স্টাডিজ এর উপাচার্য এবং ভেন. বুদ্ধদত্ত, মহাবোধি সোসাইটি, ব্যাঙ্গালোর।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থের লেখকত্রয়ী অনিকেত মহাপাত্র, অতনু প্রধান এবং অতনু নন্দন মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *