পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা রবিবার মুগবসান গ্রাম পঞ্চায়েতের অধীন কেওটপাড়া শীতলা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন দিদির দূত কর্মসূচি। অন্যদিকে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে পথ অবরোধ শুরু করে মুগবসানের যুব তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষজন।
তাদের বক্তব্য, গতবারের বন্যার সময় চারজন মন্ত্রী মুগবসান গ্রামে এসে বন্যায় বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শন করে গেলেও আজ পর্যন্ত একটা বাড়িও কেউ পায়নি। তাদের আরো অভিযোগ যে, তারা ভোট দিয়ে মন্ত্রীকে জেতালেও তাদের পাড়ায় কখনোই আসেন না মন্ত্রী। আজ হক্কানিয়া আস্তানায় আসলেও তার গ্রামের মানুষের সাথে দেখা করারও সময় হয়নি মন্ত্রী শিউলি সাহার। মন্ত্রীর সাথে দেখা করতে গেলেও পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়নি, এমনই অভিযোগ তাদের।
স্থানীয় তৃণমূল নেতা শেখ আক্কাস আলী জানান, ৯ কোটি টাকার জল প্রকল্প শুরু হলেও তা থেকে স্থানীয় মানুষ এখনো জল পায়নি। মন্ত্রী শিউলি সাহা বলেন, এই ভুল সিপিএম, বিজেপি ও কংগ্রেসের যৌথ চক্রান্তে হয়েছে। পাশাপাশি তিনি জানান তৃণমূলের একটি অশুভ শক্তি বিরোধীদের সাথে হাত মিলিয়ে এ ধরনের কাজকর্ম করছে।