সাংসদ সুকান্তর হস্তক্ষেপে গৌড় লিঙ্ক বাতিলের জল্পনা শেষ, ১৫ দিনের মধ্যেই পরিষেবা চালুর আশ্বাস রেল বোর্ডের চেয়ারম্যানের

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ নভেম্বর: করোনার জন্য থমকে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ স্বাভাবিক করতে মাঠে নামলেন বালুরঘাটের সাংসদ। মঙ্গলবার জেলার রেলের সমস্যা নিয়ে বালুঘাট লোকসভার সাংসদ ড: সুকান্ত মজুমদার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদবের সঙ্গে দেখা করেন। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সাংসদকে আশ্বস্ত করেছেন আপাতত জেলার কোনো ট্রেনই বাতিল হচ্ছে না। পাশাপাশি যে ট্রেনগুলো করোনার জন্য বন্ধ হয়ে রয়েছে সেগুলোকে দ্রুততার সাথে চালু করার আশ্বাস সাংসকে দিয়েছেন ভি কে যাদব।

উল্লেখ্য, লকডাউনের জেরে দীর্ঘ কয়েকমাস ধরে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলাতেও। আনলক পর্বে ধীরে ধীরে দেশ জুড়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা হলেও ছন্দে ফেরেনি দক্ষিণ দিনাজপুর। আর যার জেরে করোনার ভয়কে সঙ্গে নিয়েই সড়ক পথে যোগাযোগ করতে হচ্ছে জেলাবাসীকে। যার মাঝেই বালুরঘাট থেকে কলকাতা যাবার গৌড় লিঙ্ক বাতিলের জল্পনা ছড়িয়ে পড়ে জেলাজুড়ে। ট্রেন বাতিলের এমন খবরে ক্ষোভে ফেটে পড়ে জেলার একাধিক জায়গায় বিক্ষোভ আন্দোলনও চলেছে। বিধানসভা নির্বাচনের আগে এমন জ্বলন্ত ইস্যুকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বেশ কিছু রাজনৈতিক দলও। আর এমন পরিস্থিতিতে দিল্লি গিয়ে স্বয়ং রেলবোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে সমস্ত জল্পনার অবসান ঘটালেন সাংসদ।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, আপাতত জেলায় কোনও ট্রেন বাতিলের সম্ভাবনা নেই। আগামী কিছুদিনের মধ্যেই হাওড়া এক্সপ্রেস এবং তেভাগা এক্সপ্রেস চালু করা হবে। নতুন কোনও ট্রেন পরিষেবা চালু না হওয়া পর্যন্ত গৌড় লিংক বাতিলের কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *