আমাদের ভারত, ৩০ জুলাই: কেরলের ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধসে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে কেরলের ওয়ানাড় জেলার মেপ্পাডির পার্বত্য এলকায়। এই ভূমিধসে বিধ্বস্ত মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা। ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯। আহত কমপক্ষে ১১৬। প্রায় ৩৫০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কেরালা সরকার। দুর্যোগের পরেই জীবনের বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ-এর ১২২ টিএ ব্যাটেলিয়নের কর্মীরা।
কেরল সরকারের তরফে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাড়ে যাচ্ছেন ওয়ানাড়ের সাংসদ রাহুল গান্ধী, সঙ্গে যাবেন প্রিয়াঙ্কা গান্ধীও। এই দু:সময়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সবরকম সহয়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।