Partha Bhowmik, Barrackpore, ব্যারাকপুরে জমা জলের সমস্যার সমাধানে উদ্যোগী সাংসদ পার্থ ভৌমিক, ঘুরে দেখলেন একাধিক এলাকা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ জুলাই: ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলের বর্তমানে প্রধান সমস্যা হলো অল্প বর্ষায় জল জমে যাওয়া। লোকসভা নির্বাচনের সময় এই সমস্যার দ্রুত সমাধান করার কথা জানিয়েছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। নির্বাচনের পর পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর তার প্রতিশ্রুতি মত ব্যারাকপুরে জমা জলের সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক।

এই সমস্যার সমাধান করতে বৃহস্পতিবার সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও উত্তম দাস’কে সঙ্গে নিয়ে ব্যারাকপুর, বারাসত রোড সহ একাধিক এলাকা ঘুরে দেখেন। সেই সঙ্গে পার্থ ভৌমিক এদিন কেএমডিএ, ন্যাশনাল হাইওয়ে ডেভলপমেন্ট কর্পোরেশন, পিডবলিউ ডি সহ একাধিক বিভাগের সাথে ব্যারাকপুরের জমা জলের সমস্যা সমাধান নিয়ে বৈঠক করেন। ব্যারাকপুর বারাসত রোড সম্প্রসারণ নিয়েও এদিন আলোচনা করেন সাংসদ পার্থ ভৌমিক।

এদিন পার্থ ভৌমিক বলেন, আমরা সকলে মিলে প্রয়োজনীয় দপ্তরের আধিকারিকদের সঙ্গে বসে বৈঠক করলাম এবং বর্ষায় ব্যারাকপুরের জমা জলের সমস্যা সমাধান নিয়ে ব্লু প্রিন্ট করা হলো। ২০২৫- এর পুজোর আগে এই সমস্যা মিটিয়ে ফেলার আশ্বাস দেন সাংসদ পার্থ ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *