আমাদের ভারত, কোচবিহার, ২ মে: ফের ত্রাণ বিলিতে বাধা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকে। আজ তিনি গাড়িতে করে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছিলেন, কিন্তু তাঁর সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। প্রতিবাদে তিনি ধরনায় বসেন।
লকডাউন শুরু হওয়ার পর থেকেই শাসক দল এবং বিভিন্ন সংস্থা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিলি করছেন। কিন্তু বিজেপির প্রথম থেকেই অভিযোগ যে তাদের ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না। তাদের আটকে দেওয়া হচ্ছে। এই নিয়ে তারা বারবার অভিযোগ করেছেন। আজও সেই একই জিনিস ঘটল নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। আজ তিনি ঠিক করেছিলেন দুর্গত মানুষদের কাছে ত্রান পৌঁছে দেবেন। এই জন্য তিনি কয়েকটি ছোট গাড়িতে করে বেশ কিছু ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু পুলিশ সেই গাড়িগুলি আটকে দেয় বলে তাঁর অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে দিনহাটা থানার সামনে রাস্তায় ধর্নায় বসেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, তিনি সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ছোট গাড়িতে করে বেশ কিছু চাল পাঠানোর ব্যবস্থা করেছিলেন কিন্তু পুলিশের গাড়িগুলি আটকে দেয়।


