আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ সেপ্টেম্বর: তৃণমূলে যোগদান করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির দাদা সুশান্ত চ্যাটার্জি। কামারহাটি পৌরসভার দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের কাছে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং অর্থনীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন মঞ্চে যোগদান করেন লকেট চ্যাটার্জির দাদা সুশান্ত। এ দিন তিনি ছাড়াও তৃণমূলে যোগদান করেন বিভিন্ন দল থেকে প্রায় দুশো জন কর্মী। এ দিন তারা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র সহ কামারহাটির তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের শাসক দলে যোগদান করেন। তিনি জানান, পরিবারের সমর্থন নিয়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন। সাংসদ লকেটের মত কাজ করবেন না, তিনি তাঁর মত করে করবেন।