আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ জানুয়ারি: “প্রশান্ত মহাসাগর থেকে এক আঁজলা জল তুলে নিলে কিছু আসবে যাবে না, প্রশান্ত মহাসাগর কি ছোট হয়ে যাবে? বাংলার কোটি কোটি মানুষ আমাদের সাথে আছে।” রাজীব ব্যানার্জির মন্ত্রিত্ব ছাড়া প্রসঙ্গে এভাবেই তাঁকে কটাক্ষ করলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
শুক্রবার মধ্যমগ্রামে স্বয়ংসিদ্ধা প্রকল্পে শহরের গৃহহীনদের আশ্রয় স্থল সন্ধ্যার নীড় এর উদ্বোধন করে কাকলি দেবী বলেন, রাজনৈতিক দলের যে কেউ যেখানে ইচ্ছা যেতে পারেন, তবে তৃণমূল কংগ্রেস এর কর্মীরা তৃণমূল কংগ্রেসকে মায়ের মতো দেখে, তাই এই দল পরিবর্তন করছেন যারা, তারা যদি নিজের মাকে লাথি মারে, তবে মায়ের অন্য সন্তানরা সেই সন্তানকে ভালো চোখে দেখেন না, তাদের কাছে এর বিরূপ প্রতিক্রিয়া হবেই।