সাথী দাস, পুরুলিয়া, ১২ নভেম্বর: পুরুলিয়া-বাঁকুড়ায় ট্রেন চালু না হওয়ার জন্য রাজ্যকে দুষলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই ট্রেন চলাচল নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে পুরুলিয়া জেলায়। একদিকে রেল চালু করার দাবি জানিয়ে পুরুলিয়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। অন্য দিকে, ট্রেন চালু না হওয়াকে পাল্টা তৃণমূল সরকারকে দায়ী করছেন পুরুলিয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময়।
আজ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “রাজ্য সরকার রেল মন্ত্রকের সঙ্গে সহযোগিতা না করায় এই সমস্যা হয়েছে। রেল প্রস্তুত থাকলেও রাজ্য সরকার সম্মতি না দেওয়ায় পুরুলিয়ায় ট্রেন চালু হয়নি।” বাঁকুড়া ও পুরুলিয়া সাংসদের পক্ষ থেকে রেলকে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে ট্রেন চালু না হওয়ায় পুরুলিয়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পুরুলিয়া স্টেশনে বিক্ষোভ দেখিয়ে স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেয় শহর তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, পুরুলিয়ায় ট্রেন না চলায় জেলার আর্থসামাজিক অবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে। এছাড়া সমস্যায় পড়েছেন যাত্রীরা। এই অবস্থায় পুরুলিয়ায় ট্রেন চালু জন্য দাবি উঠেছে জেলা জুড়ে। আর সেই দাবিকে সমর্থন জানিয়ে পথে নেমেছে তৃণমূল।
বুধবার থেকে কলকাতা সহ অন্য জেলায় লোকাল ট্রেন চালু হলেও প্রান্তিক জেলা পুরুলিয়ায় লোকাল ট্রেন চালু হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আসরে নামে তৃণমূল।