পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: শনিবার বিকেলে মেদিনীপুর পুরসভায় এসে মেদিনীপুর শহরে বসবাসকারী দুঃস্থ মানুষের হাতে মশারি তুলে দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। এদিন সাড়ে তিনশো মানুষকে মশারি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রধান সৌমেন খান, পুর পরিষদ সদস্য সৌরভ বসু, সুসময় মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলররা।
জুন মালিয়া জানান, ডেঙ্গি প্রতিরোধে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও জল জমছে কিনা তা ড্রোনের সাহায্যে দেখা হচ্ছে। পুরসভার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। জ্বর হলে হাসপাতালে গিয়ে বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করার কথা বলেছেন। পাশাপাশি মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া।