June Maliya, Midnapur, মেদিনীপুর শহরের ঌ নম্বর ওয়ার্ডের এসআইআর ক্যাম্প পরিদর্শন সাংসদ জুন মালিয়ার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: আজ মেদিনীপুর শহরের ঌ নম্বর ওয়ার্ডের কর্নেলগোলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এসআইআর ক্যাম্প পরিদর্শনে আসেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ জুন মালিয়া। ক্যাম্পে পৌঁছে তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং বেশ কয়েকজনের এনুমারেশন ফর্ম নিজে হাতে পূরণ করেন, যা উপস্থিত মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

ক্যাম্প পরিদর্শনের সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন ঌ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর সৌরভ বসু, সঙ্গে ঌ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতা ও কর্মীরা। ক্যাম্পে দলীয় নেতৃত্ব ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে দিনটির কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সাংসদ জুন মালিয়ার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং অনেকে তাঁর এই সরাসরি জনসংযোগের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *