Karnagarh Temple, কর্ণগড় মহামায়া মন্দিরের বিশ্রামাগারের শিলান্যাস সাংসদ জুন মালিয়ার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শালবনী থানার কর্নগড় মহামায়া মন্দিরে বিশ্রামাগার তৈরি করবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। শুক্রবার মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় বিশ্রামাগারের শিলান্যাস করেন সাংসদ। উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া ছাড়াও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্টজনেরা।

জানাগিয়েছে, এই বিশ্রামাগারের জন্য খরচ হবে প্রায় ৪৫ লক্ষ টাকা। মূলত পর্যটকদের সুবিধার্থে এই বিশ্রামাগার তৈরি হবে। পাশাপাশি এদিন মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে এলাকার দে’ পাড়া এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরি করবেন সাংসদ। এই ভবন শিশু ও মহিলারা ব্যবহার করতে পারবে। এটি তৈরি করতে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে।

এদিন জুন মালিয়া বলেন, মানুষের সুবিধার্থে এই প্রকল্পের কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, একজন মানুষও যাতে সমস্যায় না পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *