আমাদের ভারত, হলদিয়া, ২৬ আগস্ট: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে কাদা ছোড়াছুড়ি আবার প্রকাশ্যে এল। হলদিয়ার ওয়েল রিফাইনারি মেন্টন্যান্স ঠিকা শ্রমিক আইএনটিটিইউসি ইউনিয়নের সভাপতির পদ ঘিরে বিতর্কের মাঝে আজ এই ইউনিয়নের সামনে সভা করল সাংসদ ও ইউনিয়ানের সভাপতি দিব্যেন্দু অধিকারি ও তার অনুগামীরা।

এই সাধারণ সভা থেকে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ইউনিয়নের সভাপতি হিসেবে দাবি করা দেবপ্রসাদ মন্ডলকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন বর্তমান চেয়ারম্যান তথা দিব্যেন্দু অনুগামী শ্যামল আদক। পাশাপাশি শ্যামলবাবুর বক্তব্য, প্রাক্তন চেয়ারম্যান নানাভাবে দূর্নীতির সাথে যুক্ত আছেন প্রাক্তন চেয়ারম্যান এবং তার বর্তমান সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্যামল আদক। আজকের সভা থেকে সাংসদ দিব্যেন্দু অধিকারীও, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডলের বিরুদ্ধে টাকা নিয়ে কর্মী নিয়োগের অভিযোগ করলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান, দেবব্রত মন্ডল বেআইনিভাবে সভা ডেকে তাকে বাদ দিয়েছিল সভাপতি পদ থেকে যা সম্পূর্ণ অনৈতিক। তিনি আরো বলেন, তাকে বাদ দেওয়ার পেছনে দেবব্রত মন্ডল বিজেপির সংগঠন বিএমএসের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে। তৃণমূলের উপরতলা থেকে যে নির্দেশ এসেছিল বলে দেবপ্রসাদ মন্ডল জানাচ্ছেন প্রকাশ্যে তার প্রমাণ দেওয়ার কথা বলেছেন সাংসদ।

অন্যদিকে আজকের সভা থেকে তার তোলা অভিযোগ অস্বীকার করেছে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল। উল্টে দেবপ্রসাদ মন্ডল শ্যামল আদকের হিসেব বহির্ভূত সম্পত্তি ও নামে বেনামে ঠিকাদারি ব্যবসা নিয়ে প্রশ্ন তুলেছে।

