আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভা এবং ২১টি ব্লক এলাকা। তারমধ্যে সবং ব্লকেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বহু এলাকা বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা থেকে। প্রাণহানির খবর না পাওয়া গেলেও কয়েকশো মাটির বাড়ি ধূলিসাৎ হয়েছে।
শুক্রবার সবংয়ের বিডিওকে সঙ্গে নিয়ে ওই ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন সাংসদ মানস ভুঁইঞা এবং বিধায়ক গীতা ভুঁইঞা। ড্রোন উড়িয়ে এলাকার সামগ্রিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলি তারা পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের আশ্বাস দেন।