আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ মার্চ: আশা কর্মীদের বেতন বৃদ্ধি করে প্রতিমাসে নূন্যতম ২৬ হাজার টাকা বেতন, নূন্যতম ১০ হাজার টাকা পেনশন ও সামাজিক সুরক্ষা নিশ্চয়তা সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ আশা- স্বাস্থ্য কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি কমিটি।
অন্যদিকে এই দ্রব্যমূল্যের বাজারে আশাকর্মীদের বেতন
মাত্র ৭৫০ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় সোমবারের এই প্রতিবাদ কর্মসূচি থেকে। এদিন শহরের মাদ্রাসা ময়দান থেকে মিছিল করে জেলাশাসক দফতরে হাজির হয় আশা কর্মীরা। সেখানে বিক্ষোভ দেখালেন তারা।
দাবিগুলির মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি ও সরকার ঘোষিত সমস্ত রকম স্ববেতন ছুটি সমূহ অবিলম্বে কার্যকরী করতে হবে। মাসের প্রথম সপ্তাহে সাম্মানিক ও উৎসাহ ভাতার টাকা একসাথে দিতে হবে। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। কাজ চলাকালীন মৃত আশা কর্মীর পরিবারের একজনকে কাজ ও বীমার টাকা দিতে হবে, এছাড়াও একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে জেলাশাসককে দাবিপত্র তুলে দিলেন আশা কর্মীরা।
পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে আমাদের লড়াই।বেতন বৃদ্ধি সহ আমাদের একাধিক দাবি রয়েছে।”