আমাদের ভারত, হাওড়, ১ নভেম্বর: উলুবেড়িয়ার বোয়ালিয়া থেকে শ্যামপুরের দেওয়ানতলা এলাকায় নদী পারাপারের জন্য একটি পাকা সেতুর দাবিতে রবিবার পথে নামল সাধারণ মানুষ। এদিন সকালে সেতুর দাবিতে শ্যামপুরের দেওয়ানতলা বাজার থেকে দেওয়ানতলা ঘাট পর্যন্ত মিছিল করে সাধারণ মানুষ।
উলুবেড়িয়ার বোয়ালিয়া ও শ্যামপুরের দেওয়ানতলার মাঝখান দিয়ে বয়ে গেছে দামোদর নদী। নদীর দুই প্রান্তে থাকা মানুষদের যাতায়াতের অন্যতম পথ হচ্ছে বোয়ালিয়া ফেরিঘাট। শুধু তাই নয় কম সময়ে শ্যামপুর থেকে উলুবেড়িয়ায় আসার অন্যতম পথ এই বোয়ালিয়া ফেরিঘাট। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শ্যামপুর থেকে উলুবেড়িয়া শহরে যাওয়ার অন্য পথটি প্রায় ২০ কিলোমিটার বেশি হওয়ায় নিত্যযাত্রীরা বিপদের ঝুঁকি নিয়ে এই নদী পথে যাতায়াত করে। তাদের অভিযোগ, নদী পথে যাতায়াত করার সময় নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে। যদিও অনেক কম সময়ে উলুবেড়িয়া শহরে পৌঁছানোর জন্য বেশিরভাগ মানুষ এই পথ ব্যবহার করে। নিত্যযাত্রীদের বক্তব্য, ভোর
৪টে থেকে রাত ১০টা পর্যন্ত ফেরিঘাটে নৌকা চলাচল করলেও তারপর আর নৌকা চলাচল না করায় রাতে সমস্যা বাড়ে। বিশেষ করে রাতে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা চরমে ওঠে। তাদের বক্তব্য, নৌকার পরিবর্তে একটি সেতু হলে মানুষ অনেক উপকৃত হবে। সেতু নির্মাণ প্রসঙ্গে বোয়ালিয়া ব্রিজ কমিটির অভিযোগ, সাধারণ মানুষের সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দফতরে এই ব্যাপারে আবেদন জানালেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে।
অন্যদিকে, সেতু নির্মাণ প্রসঙ্গে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায় জানান, রাজ্যে মা মাটি মানুষের সরকারের আমলে রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়া মহকুমাজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এক্ষেত্রে এটাও বাদ যাবে না। তিনি জানান, আমরা সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দিই তবে এক্ষেত্রে সরকারের আর্থিক দিকটাও সকলের চিন্তা করা উচিত।