আলাদা রাজ্য সহ চাকরির দাবিতে জলপাইগুড়িতে আন্দোলন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর: আলাদা রাজ্যের দাবির পাশাপাশি চাকরির দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি প্রাক্তন কেএলও ও কেএলও লিঙ্ক ম্যানরা। একাধিক দাবি সহ চাকরি থেকে বঞ্চিতদের চাকরি দেওয়া হচ্ছে না এই দাবিতে সোমবার আবার জলপাইগুড়ি জেলা পুলিশের দ্বারস্থ হলেন কেএলও লিঙ্ক ম্যান মহিলা (নারী) মঞ্চ সম্বন্নয় কমিটি।

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে প্রাক্তন কেএলও এবং কেএলও লিঙ্কম্যানদের চাকরি হওয়ার কথা। এই দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন কমিটির সদস্য সদস্যারা। কমিটির দাবি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরির, সেই অনুসারে কিছু চাকরি হয়েছে। কিন্তু এখনও কেএলও লিঙ্কম্যান এবং প্রাক্তন কেএলওদের অনেকেই চাকরি পাননি। চাকরি পাননি জলপাইগুড়ি জেলার ৪৪২জন, আলিপুরদুয়ারের ২০০ এবং কোচবিহারে ১৮০ জন। এদের মধ্যে অধিকাংশ লিঙ্কম্যান ছিলেন বলে জানালেন জ্যোস্না রায়। তিনি বলেন, “স্পেশাল হোমগার্ডে অনেকের চাকরি হয়েছে। আজ আবার স্বারকলিপি দেওয়া হল। জেলা পুলিশ সুপার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। কয়েকদিন অপেক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে এ দিন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানদের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। জেলা পুলিশের তরফে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আন্দোলনকারীদেত দাবি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *