IIT Khargapur, আইআইটি খড়্গপুর ও এসএনএফ ফ্লোপ্যাম ইন্ডিয়া প্রাঃ লিঃ- এর মধ্যে মউ স্বাক্ষর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: আইআইটি খড়্গপুর এসএনএফ ফ্লোপ্যাম ইন্ডিয়া প্রাঃ লিঃ- এর সঙ্গে একটি মউ বা চুক্তি স্বাক্ষর করেছে, যার লক্ষ্য তেল ও গ্যাস প্রকৌশল ক্ষেত্রে যৌথ গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি-নির্ভর সমাধান উন্নয়ন করা। এসএনএফ ফ্লোপ্যাম ইন্ডিয়া প্রা: লি: হলো বৈশ্বিক এসএনএফ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা অ্যাক্রিলামাইড মনোমার-ভিত্তিক পানিতে দ্রবণীয় পলিমারের বিশ্ব-অগ্রগণ্য নির্মাতা। তাদের পণ্য বর্জ্য জল শোধন, উন্নত তেল পুনরুদ্ধার, বস্ত্র, কাগজ নির্মাণ এবং তেল ও গ্যাস শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সংস্থাটি টেকসই উন্নয়ন ও উদ্ভাবনকে কেন্দ্র করে উন্নত পলিমার তৈরি করে।

মউ স্বাক্ষর অনুষ্ঠানটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পন্ন হয়। যথা— শীতল খোট, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এসএনএফ ফ্লোপ্যাম ইন্ডিয়া প্রা. লি.; প্রফেসর দেবালয় চক্রবর্তী, কার্যনির্বাহী ডিন (আরঅ্যান্ডডি), আইআইটি খড়্গপুর; শ্রী সান্তনু দাস, উপ-রেজিস্ট্রার, আইআইটি খড়্গপুর; প্রফেসর পরেশ নাথ সিংহা রায়, প্রধান, দেসারকার সেন্টার অফ এক্সেলেন্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং; প্রফেসর সন্দীপ ডি. কুলকর্ণি, সহযোগী অধ্যাপক, দেসারকার সেন্টার অফ এক্সেলেন্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং।

অনুষ্ঠানে শীতল খোট শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে বাস্তব ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক সমাধানকে ত্বরান্বিত করার জন্য সংস্থার অঙ্গীকার তুলে ধরেন। এই সমঝোতা স্মারক আইআইটি খড়্গপুরের গবেষণা উৎকর্ষতা এবং এসএনএফ-এর শিল্প বিশেষজ্ঞতাকে একত্রিত করে এমন বাস্তবসম্মত, উদ্ভাবনী ও কার্যকর সমাধান তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিল্পক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *