খড়্গপুরে জাতীয় সড়কে বালি বোঝাই গাড়ি আটকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়ায় মোটর ভেহিক্যালস ইন্সপেক্টরকে বেধড়ক মারধর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৮ নভেম্বর: গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার উত্তর সিমলা এলাকায় জাতীয় সড়কের উপরে বালি বোঝাই একটি গাড়িকে আটকে তার বৈধ কাগজপত্র দেখতে চেয়ে বেধড়ক মারধরের স্বীকার হয়েছেন দেবাশীষ কুন্ডু নামে মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর (Motor Vehicle Inspector) পদমর্যাদার এক পরিবহন আধিকারিক। আহত অবস্থায় ওই আধিকারিককে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।

জানা গেছে, বালি বোঝাই ঐ ট্রাক আটকে ঐ গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তাঁর উপর চাড়াও হয় গাড়ির চালক ও খালাসি। এরপর তারা ফোন করে আরও একজনকে ডেকে নিয়ে, ওই আধিকারিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার উপরে চড়াও হয়ে বুকে, পিঠে লাথি-ঘুসি মারা হয় বলে অভিযোগ। পরে, তাকে উদ্ধার করে আহত অবস্থায় খড়্গপুর গ্রামীন থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হয়। খড়্গপুর গ্রামীন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এই ঘটনায় এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *