পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ থেকে শুরু হলো শালবনী গ্রামীণ হাসপাতালে “মাদার্স হাট”। মাদার্স হাট এর উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর এর জেলাশাসক আয়েশা রানী। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য সারঙ্গি, এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ বহু বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি এলাকার বাসিন্দারা।
মাদার্স হাট এর উদ্বোধনের ফলে গ্রামীণ এলাকার সন্তানসম্ভবা মায়েরা সুচিকিৎসা ও প্রসবের পনেরো দিন আগে থেকে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ ও সমস্তধরণের সুবিধা পাবেন বলেঅ মনে করছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা