আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩ সেপ্টেম্বর: স্বামীর পরকীয়ার জেরে খুন হতে হল স্ত্রী ও শিশু কন্যাকে। নিহত স্ত্রীর নাম পিঙ্কি বিবি (২৬) ও শিশু কন্যার নাম রানী খাতুন (১)। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হরিহরপাড়া থানার অন্তর্গত ছোঁয়া ছাতিমতলা এলাকায়।
পরিবারের অভিযোগ, স্বামী মিলন সেখ অন্য এক মহিলাr সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই নিয়ে অশান্তি ছিল। পরে আবার ওই মহিলাকেই বিয়ে করায় দীর্ঘদিন ধরে অশান্তি চরমে উঠেছিল। তার জেরেই স্বামী মিলন সেখ স্ত্রী এবং শিশু কন্যাকে মারধর করে এবং শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।