আমাদের ভারত, হাওড়া, ২৩ ডিসেম্বর: রেল লাইন পেরিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সোমবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর সেকশনে ফুলেশ্বর স্টেশনের কাছে। মৃতেরা হল আরতি দোলুই (৪৮) ও কুহেলি দোলুই (২৩)। বাড়ি ফুলেশ্বরের জগন্নাথপুর সাতমহল এলাকায়।
জানাগেছে, সোমবার বিকেলে আরতি দোলুই উলুবেড়িয়ায় ডাক্তার দেখানোর জন্য মেয়ে কুহেলি দোলুইকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়। আরতি দেবীর বাড়ি থেকে লেবেল ক্রসিং ও স্টেশন দূর হওয়ায় মা ও মেয়ে রেল লাইন পার হওয়া শুরু করে। স্থানীয় সূত্রে খবর, মা ও মেয়ে অসাবধানতাবশত রেল লাইন পার হওয়ার সময় আপ খড়গপুর গ্যালোপিন লোকাল দুজনকে ধাক্কা মারলে দুজনেই লাইনের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই কুহেলি দোলুইয়ের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আরতি দোলুইকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়। উলুবেড়িয়া জিআরপি মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।