আমাদের ভারত, হুগলী, ২০ জানুয়ারি: চলন্ত ট্রেন থেকে পড়ে আহত মা ও শিশু। গুরুতর আহত অবস্থায় স্টেশন থেকে এক কিমি হেঁটে গিয়ে সাহায্যের অর্তি। পুলিশ ও রেল পুলিশের সহযোগিতা না পেয়ে দু’ঘন্টা পর হাসপাতালে ভর্তি করলো স্থানীয়রা। ঘটনা তারকেশ্বরের তালপুর স্টেশনের।
জানা গেছে, তারকেশ্বর থেকে আরামবাগ যাবার ট্রেনে ছিলেন ওই আহত মা ও শিশু পুত্র। কাল রাত ৮টা নাগাদ স্টেশন থেকে ট্রেন ছড়ার পরই কোনো কারণে ছেলে সহ মা ট্রেন থেকে পড়ে যান। এর পরই আহত অবস্থায় তালপুর হাসপাতালের কাছে পৌঁছয় মা। স্থানীয়রা দেখতে পেয়ে তারকেশ্বর থানা এবং রেল পুলিশকে ফোন করলে সাহায্যের জন্য কেউই এগিয়ে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।
এর পর প্রায় তিন দু ঘন্টা পর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। আহত মহিলার নাম পরিচয় জানা না গেলেও বাড়ি জানা গেছে আরামবাগের মায়াপুর এলাকায়।
আরো জানা গেছে ওই মহিলার সাথে তার আরো এক মেয়ে ট্রেনে ছিল সে মায়াপুরে স্টেশনে নেমে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি পৌঁছে ঘটনার কথা জানায়। বাড়ির লোক তারকেশ্বর গ্রামীণ হাসপাতলে আসার জন্য বের হয়েছে।
আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক।