সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ ফেব্রুয়ারি: পারিবারিক বিবাদের জেরে মা ও দাদাকে খুনে অভিযুক্ত গোপী বাউরির তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। আজ তাকে আদালতে পেশ করা হলে বিচারপতি এই নির্দেশ দেন।
গতকাল রাতে খাতড়া থানার জলডোবরা গ্ৰামে পারিবারিক কলহে উত্তেজিত গোপী বাউরি তার মা লক্ষ্মী বাউরি (৬০) ও দাদা দেবু (৪০) বাউরিকে শাবলের আঘাত দিয়ে খুন করে। তাকে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন দেবুর স্ত্রী মঙ্গলা, মেয়ে শিখা ও দিদি ক্ষেপি বাউরি।
ওই বাড়িতে চিৎকার শুনে প্রতিবেশীরা হাজির হয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে লক্ষ্মী ও দেবুর দেহ, গুরুতর জখম পরিবারের আরও তিনজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেবু ও লক্ষ্মী বাউরিকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত গোপীকে গ্ৰেপ্তার করে। এই ঘটনায় সারা গ্ৰামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।