রাজেন রায়, কলকাতা, ১৯ আগস্ট: শুভেন্দু অধিকারীর ক্ষমতা খর্ব করার সঙ্গে সঙ্গে তিনি নিজেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, এমন কথাও প্রায় প্রত্যেক দিনই জল্পনার পারদ চড়িয়েছে। এ বার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টরের পদ থেকেও তাকে সরিয়ে বসানো হল দিব্যেন্দু রায়কে। দলনেত্রী নির্দেশ মত মঙ্গলবার রাতে তৃণমূল ভবনে এক বৈঠকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে আগামী বিধানসভা নির্বাচনে তাকে অতিরিক্ত দায়িত্ব দেয়ার কারণে আপাতত চাপ কমানো হল বলে তৃণমূল সূত্রের খবর।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠকে যোগ দিচ্ছেলেন না শুভেন্দু। কর্মচারী ফেডারেশেনর বেশ কয়েকজন শীর্ষনেতা অবসর গ্রহণ করায় তা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করেও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। এর ফলে ব্যাহত হচ্ছিল এই সংগঠনের কাজ কর্ম। তাই তাকে বাদ দিয়ে গোটা সংগঠন ঢেলে ৪১ জনের নতুন কমিটি সাজানো হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তৃণমূল ভবনে বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সী ও পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই রাজ্য কর্মচারী ফেডারেশনের বর্তমানে যে কমিটি ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। শুভেন্দুবাবুর কর্মকালে সঙ্গে ছিলেন তিন জন আহ্বায়ক। দিব্যেন্দু রায়, সৌম্য ঘোষ ও স্বপন ঘড়ুই। কিন্তু শেষের দুইজন অবসর নিয়েছেন ইতিমধ্যেই। তাই দলনেত্রীর নির্দেশ মত দিব্যেন্দু রায়ের হাতেই ফেডারেশনের একক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।