আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুন: পটাশপুরে দুই শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিল। বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা নেতৃত্বের দাবি, পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদল তৃণমূলের দুর্নীতি, স্বজন-পোষণ, বিরোধীদের উপর রাজনৈতিক সন্ত্রাস, মিথ্যা মামলায় ফাঁসানো, সমাজের প্রতিটি ক্ষেত্রে কাটমানি খাওয়া নিয়ে তিতিবিরক্ত হয়ে দল ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে ‘আত্মনির্ভর ভারত’ গড়তে বিজেপিতে যোগ দিচ্ছে পটাশপুর-২ নং ব্লকের ৪নং পঁচেট অঞ্চলের খাটুয়াবাড় গ্রামের তৃণমূলের কর্মী ও সমর্থকরা।
আজ খাটুয়াবাড় গ্রামের সন্তু বেরা, ভরত জানা, কার্তিক বিশই, হরিপদ ঘটপাত্র, গুরুপ্রসাদ শীট, রতন মালি সহ দুই শতাধিক তৃণমূল অনুগামীরা সাতমাইলের জেলা কার্যালয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে দলে যোগদান করল। জেলা সভাপতি অনুপ চক্রবর্তী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের ছত্রতলে নিয়ে আসার ব্যবস্থা করেন।