পশ্চিম মেদিনীপুরে করোনায় আক্রান্ত শতাধিক পুলিশকর্মী 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: সোমবার পিংলা থানার ওসি  করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার রাতে খড়গপুর গ্রামীণ থানার ওসির  করোনা পজিটিভ রিপোর্ট 
এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, জেলায় করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা একশ ছাড়িয়েছে। এরমধ্যে করোনা যুদ্ধে সংক্রমিত হয়ে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সহকারি সুপার বিভু মল্লিক এবং সবং থানার মেজ বাবু অতনু মিত্রের মৃত্যু হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানাগেছে, জেলার বিভিন্ন থানার আইসি, ওসি, পুলিশ পোষ্টের ইনচার্জ সহ সেকেন্ড অফিসার, এসআই এবং কনেস্টবলরা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে প্রায় একশ জনের মত পুলিশকর্মী ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন।

গতকাল মঙ্গলবার রাতে খড়গপুর গ্রামীণ থানার ওসি মোহাম্মদ আসিফের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে। জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ পাল জানিয়েছেন, ওই ওসির সামান্য কাশি গলা ব্যথা রয়েছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *