Sukanta, BJP, গত ৫ বছর বাংলা ছেড়েছে ২ হাজারের বেশি কোম্পানি, তথ্য তুলে ধরে মমতা সরকারের বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব

আমাদের ভারত, ৪ ডিসেম্বর: গত পাঁচ বছরে ২০০০- এর বেশি সংস্থা পশ্চিমবঙ্গ থেকে নিজেদের দপ্তর সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে গেছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ্যে আনার পরেই তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়কর দুঃশাসন পশ্চিমবঙ্গকে ব্যবসার জন্য মরুভূমিতে পরিণত করেছে। এমনটাই দাবি করে এক্স হ্যান্ডেলের সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের করা একটি প্রশ্নের উত্তরে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ থেকে ২২২৭টি সংস্থা। তাদের দপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে চলে গেছে। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যের পরেই ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূলকে বিঁধেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একাধিক নেতৃত্ব।

আর এই তথ্য সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলের তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়কর দুঃশাসন পশ্চিমবঙ্গকে ব্যবসার জন্য মরুভূমিতে পরিণত করেছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ৩৯টি তালিকাভুক্ত কোম্পানি সহ মোট ২২২৭টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে সুবিধাজনক রাজ্যে চলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ব্যবসায়িক কার্যকর্মকে দমিয়ে রাখে। এসব কোম্পানিগুলির বাংলা ছেড়ে চলে যাওয়ায় এখানকার কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের ক্ষেত্রে এবং সর্বোপরি শিল্পের উন্নতির ক্ষেত্রে একটি বড়সড় ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক অন্ধকারে ডুবে গেছে।

বিজেপির রাজ্যসভার সংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, বাংলায় যে শিল্পের পরিবেশ নেই সেটা আবারও স্পষ্ট হয়ে গেল। অন্য রাজ্য যখন নতুন নতুন বিনিয়োগ আনছে, তখন এখানে রাজ্যের শাসক দলের কারণে আড়াই হাজারের কাছাকাছি সংস্থা নিজেদের দপ্তর গুটিয়ে নিল। এই একই ইস্যুতে সরব হয়েছেন অমিত মালব্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *