সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ফেব্রুয়ারি: গেজেট প্রকাশ না হওয়ায় ১৪ লক্ষের অধিক ডিএলএড ডিপ্লোমা প্রাপ্ত শিক্ষক অনিশ্চয়তায় শিকার। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন- এর পক্ষ থেকে ভারত সরকারের পাবলিকেশন বিভাগের গেজেট সেকশনে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হলেও সেই গেজেট প্রকাশ হয়নি। আর সেই কারণেই প্রশিক্ষণ লাভ করেও তা কোনও কাজে আসছে না। ফলে প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক যুবতীরা হতাশায় ভুগছে। সমস্যা সমাধানের জন্য তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তর সহ সরাসরি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের কাছে লিখিত আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি।
রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্হান- এর তত্বাবধানে দেশের অপ্রশিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে। এই ব্যবস্থায় বেকারদের ডিএলএড ডিপ্লোমা প্রশিক্ষণ দেওয়া হয়। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন- এর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা হয়। সরকারি ভাবে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হওয়ার পর দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এই প্রশিক্ষণ গ্ৰহণ করেন। ২০১৭ সাল থেকে এই প্রশিক্ষণ প্রদান শুরু হয়। কিন্তু প্রশিক্ষণ শেষ হয়ে গেলেও প্রশিক্ষণ প্রাপ্তরা সংশাপত্র পায়নি। অপরদিকে আবার সরকারিভাবে এই প্রশিক্ষণের বিষয়টি গেজেটে প্রকাশিত না হওয়ায় প্রশিক্ষিতরা সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি স্বীকৃতি না পাওয়ায় বঞ্চিত প্রশিক্ষণ প্রাপ্তরা পশ্চিমবঙ্গ এন আই ও এস ডি এল ডি এড সংগ্রাম মঞ্চ গঠন করে সরকারি দপ্তরে আবেদন নিবেদন শুরু করেছেন।
মঞ্চের পক্ষ থেকে কৌশিক দাস, লালমোহন চঁন্দ ভোলানাথ কর্মকার, নিতাই ঘোষালদের বক্তব্য সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি দেখেই লক্ষ লক্ষ বেকার যুবক প্রশিক্ষণ গ্ৰহণ করি। প্রশিক্ষণের মেয়াদ শেষে পরীক্ষা দিলাম, পরীক্ষায় পাশ করলাম ও তার কোনও সুফল পেলাম না শুধুমাত্র কেন্দ্রীয় সরকারে গেজেট প্রকাশনা বিভাগের উদাসীনতায়। এ বিষয়ে তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রনালয় এর কাছে বারে বারে আবেদন করেছেন, কিন্তু কোনও সুফল মেলেনি।

