জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুলাই:
সোমবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া পঞ্চায়েত এলাকার বেশ কিছু রাজনৈতিক কর্মী অন্য দল থেকে তৃণমূলে যোগ দিয়েছে বলে জেলা তৃণমূল সূত্রে জানা গেছে। এদিন চাঁদড়া তৃণমূল কার্যালয়ে এক দলীয় কর্মসূচি শেষে বিজেপি থেকে তৃণমূলে শতাধিক নেতাকর্মী যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী।
তিনি বলেন, জেলাজুড়ে বিজেপির কার্যকলাপে বিরক্ত হয়ে বিজেপি থেকে কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে। যোগদান সভায় উপস্থিত ছিলেন এলাকার তৃণমূক নেতা নয়ন দে, অঞ্চল সভাপতি মানস দে, ও ব্লক যুব সভাপতি আকবর খান।