কুমারেশ রায়, আমাদের ভারত, ঘাটাল, ১১ মার্চ: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দেওয়ান চক ২ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে বিয়ে বাড়িতে খেয়ে অসুস্থ শতাধিক। তিন জন শিশু সহ ৪৬ জন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন।
জানাগেছে, ওই এলাকায় বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভ রায়ের বৌভাত এর অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান পাঁচশ’র কাছাকাছি অতিথি নিমন্ত্রিত ছিলেন। বিয়ে বাড়িতে খেয়ে আসার পর অনেকে অসুস্থ হয়ে পড়েন।তাদের বমি এবং পায়খানার উপসর্গ হয়। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৬ জনকে ভর্তি করা হয়।

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস খবর পেয়ে শনিবার সকালে ঘাটাল হাসপাতালে যান। খোঁজখবর নেন তিনি। ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দে বলেন, ভোর ৪টে থেকে হাসপাতালে ভর্তি হচ্ছে, চিকিৎসকরা দেখছেন। স্বাস্থ্য দপ্তরের টিম এলাকায় গিয়েছে।

