আমাদের ভারত, ২৪ নভেম্বর: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন এই বিতর্কে আরও চাপে পড়লো তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করলো সিবিআই। খবর, লোকপালের সুপারিশ মেনে তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই নির্দেশ মতোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে মূল অভিযোগ হিরানন্দানি গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে তিনি প্রশ্ন করেছেন সংসদে।
এছাড়াও সংসদের ওয়েবসাইটের লগইন আইডি একাধিক ব্যক্তিকে দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এইসব অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই।
মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রথমে টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তৃণমূল সাংসদের বিরুদ্ধে তিনি স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন। তার অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে। তারই সঙ্গে তৃণমূল সংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করার পরামর্শ দিয়েছে কমিটি। এথিক্স কমিটির পরামর্শ মেনে তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের পরামর্শ দিয়েছে লোকপাল। এবার সেই নির্দেশ মতো তদন্ত শুরু করল সিবিআই।